Updated on 26 October, 2024
Return & Refund Policy
CRAFTIFLY.COM আপনাদের অর্ডারকৃত পণ্যগুলোকে সবসময় আমানত হিসেবে দেখে। তাই আমরা সবসময় আপনার অর্ডারকৃত পণ্যটি সুন্দরভাবে প্যাকেজিং করে কুরিয়ার সার্ভিস কোম্পানি এর কাছে প্রদান করি। এত সাবধানতা সত্ত্বেও অনেক সময় পণ্যটি ক্ষতিগ্রস্থ হতে পারে। এ জন্য উপযুক্ত প্রমান সাপেক্ষে পণ্যটির রিফান্ড অথবা রিটার্ন দেয়ার জন্য আমরা বদ্ধ পরিকর। আবার অনেক সময় আপনার অর্ডারকৃত পণ্যটি আমাদের কাছে রেডিস্টক নাও থাকতে পারে কারণ আমাদের এই ওয়েবসাইটে অনেক overseas প্রোডাক্ট আছে যা আমরা চীন থেকে সোর্সিং করে এনে দেই, সে ক্ষেত্রে পণ্যটি ভোক্তার কাছে পৌঁছাতে ৩০ থেকে ৪৫ (সকল প্রকার ছুটি ব্যতীত) দিন পর্যন্ত লেগে যায়। এ সময় অনেক ভোক্তা ধর্য ধরে রাখতে পারেন না এবং আমাদের কাছে রিফান্ড চাওয়া শুরু করেন। তাই খুব সীমিত কিছু পরিস্থিতি ছাড়া আমাদের পক্ষে রিফান্ড অথবা রিটার্ন দেয়া সম্ভব হয় না।
রিটার্ন পলিসিঃ
কোন কোন ক্ষেত্রে রিফান্ড প্রযোজ্য হবেঃ
- অর্ডার করা পণ্য আমাদের কাছ থেকে ডেলিভারি পাওয়ার পর পণ্যে যদি কোনো ত্রুটি থাকে, ড্যামেজ থাকে অথবা আপনাকে যদি ভুল পণ্য কিংবা অসম্পূর্ণ পণ্য পাঠানো হয় শুধুমাত্র সেই ক্ষেত্রে আমাদের ওয়েবসাইটের রিফান্ড অপশনে যেয়ে ২৪ ঘণ্টার মধ্যে উপযুক্ত প্রমান সহ রিফান্ডের জন্য আবেদন করতে হবে। এর পরে রিফান্ডের জন্য আবেদন করলে তা গ্রহণ করা হবে না।
- আপনার অর্ডার করা পণ্য স্টকে না থাকলে আপনি রিফান্ডের জন্য আবেদন করতে পারবেন।
- অর্ডার করা পণ্য সর্বোচ্চ্য ১০ কার্যদিবসের (সকল প্রকার ছুটি ব্যতীত) মধ্যে ডেলিভারি না পেলে রিফান্ডের জন্য আবেদন করতে পারবেন।
- Overseas পণ্য এর ক্ষেত্রে ৪৫ কার্যদিবস(সকল প্রকার ছুটি ব্যতীত) মধ্যে আপনার অর্ডার করা পণ্য কোনো কারণে না আসলে রিফান্ডের জন্য আবেদন করা যাবে।
- আমাদের এখানে পণ্য এক্সচেঞ্জ করার সিস্টেম নেই।
- নিচের কারন গুলির কারনে যদি অর্ডার ক্যান্সেল করা হয় তাহলে পারশিয়াল পেমেন্ট এর ২.৫% কেটে রাখা হবেঃ
- ভঙ্গুর জাতীয় পণ্যের ক্ষেত্রে শতকরা ১০ ভাগের বেশি পণ্য ভেঙ্গে গেলে কোম্পানি সম্পূর্ণ দায়ভার বহন করবে
- কোন পণ্য নষ্ট হয়ে গেলে গ্রাহক শুধু পণ্যের পরিশোধিত সমুদয় মূল্য ফেরত পাবে
মিসিং বা হারিয়ে যাওয়া প্রোডাক্ট এর রিফান্ড এর ক্ষেত্রে craftifly.com এর নতুন কিছু নির্দেশনাঃ
- গ্রাহক যখন তার ডেলিভারিকৃত প্রোডাক্ট গুলো আনবক্সিং করবে ,তখন তার একটি ভিডিও ফুটেজ সংরক্ষণ করতে হবে।
- ডেলিভারিকৃত প্রত্যেকটি বক্স এর উপরে একটি ইনভয়েস/ স্টিকার থাকে সেটির একটি ছবি তুলে সংরক্ষণ করতে হবে।
- কাস্টমার যে ওয়েট ম্যাশিন /পরিমাপকের মাধ্যমে ওজন করবেন, সেই পরিমাপকের উপরে সবগুলো প্রোডাক্ট রেখে ওজনকৃত অবস্থায় ছবি তুলে রাখতে হবে।
- মিসিং প্রোডাক্টের ক্ষেত্রে ডেলিভারিকৃত প্রোডাক্টের যথাযথ সাইজ /কালার উল্লেখ করে তার মধ্যে থেকে মিসিং প্রোডাক্টের সংখ্যাসহ বিস্তারিত লিখিত এবং ছবিসহ আমাদের জানাতে হবে।
- কোন কারনে যদি উপরে উল্লেখিত পদ্ধতিতে মিসিং বা হারিয়ে যাওয়া প্রোডাক্টের সনাক্তকরণ সম্ভব না হয় সেক্ষেত্রে অবশ্যই গ্রাহককে সকল প্রোডাক্ট ওয়্যারহাউজে ফেরত পাঠাতে হবে।
- উপরোক্ত কাজগুলো গ্রাহককে অবশ্যই ডেলিভারি হওয়ার ২৪ ঘণ্টা সময়ের মধ্যে সম্পন্ন করে যথাযথ কাস্টমার সাপোর্টে অভিযোগ জানাতে হবে।
রিফান্ড করার সময়সীমাঃ
আপনি সবগুলো শর্ত মেনে রিফান্ডের জন্য আবেদন করার পর আমাদের টিম আপনার সাথে যোগাযোগ করবে। আপনার আবেদনটি যদি আমাদের রিফান্ড পলিসির মধ্যে পরে সেই ক্ষেত্রে আপনার অর্ডার করা পণ্যের মূল্য ১০-১৫ কর্ম দিবসের মধ্যে রিফান্ড করা হবে। ক্ষেত্র বিশেষে, আপনার পেমেন্ট মেথডের ওপর ভিত্তি করে রিফান্ড টাইম কম বা বেশি হতে পারে।
কোন কোন ক্ষেত্রে রিটার্ন প্রযোজ্য হবেঃ
অর্ডার করা পণ্যের সাথে ডেলিভারি করা পণ্যের কালার কিংবা সাইজের মিল না থাকলে সেই পণ্য রিটার্ন করার ক্ষেত্রে আমাদের ওয়েবসাইটের রিটার্ন অপশনে যেয়ে ২৪ ঘণ্টার মধ্যে উপযুক্ত প্রমান সহ রিফান্ডের জন্য আবেদন করতে হবে। এর পরে আবেদন করলে তা আর গ্রহণযোগ্য হবে না। আমাদের টিম আপনার আবেদনটি বিশ্লেষণ করে আপনার সাথে যোগাযোগ করবে।
গোপনীয়তা নীতিমালা পরিবর্তনঃ
এই গোপনীয়তা নীতিমালাটি Craftifly.com যেকোন সময়ে পরিবর্তন করার অধিকার রাখে। আমাদের গোপনীয়তা নীতিমালায় যদি কোন পরিবর্তন আনা হয়, সেই ক্ষেত্রে পরিবর্তিত গোপনীয়তা নীতিমালাটি আমরা এখানে রাখবো।
কোন কোন ক্ষেত্রে রিটার্ন প্রযোজ্য হবেনাঃ
- পণ্য রিসিভ করার ২৪ ঘন্টার মধ্যে আমাদেরকে অবগত না করলে।
- কম্পিউটার অথবা ফোনের ডিসপ্লে কালারের কারণে ওয়েবসাইটে দেয়া পণ্যের ছবির সাথে আসল পণ্যের কালারের তারতম্য হলে।
- সাইজের ক্ষেত্রে ১-২ ইঞ্চি তারতম্য হলে।
- পণ্যের কোয়ালিটি নিয়ে সন্তুষ্ট না হলে।
- পণ্যটি ব্যবহার করা হলে।
রিটার্ন করার শর্তসমূহঃ
- রিটার্ন করা পণ্যটি অবশ্যই অব্যবহৃত হতে হবে, কোনো ভাবেই পণ্যটি ধৌত করা যাবেনা। শুধুমাত্র ফ্যাশন প্রোডাক্টের ক্ষেত্রে তা পরে ট্রায়াল দেয়া যাবে তবে তা কোনো ভাবেই ভাজ ফেলা কিংবা ধোঁয়া যাবে না।
- পণ্যটিতে অবশ্যই অরিজিনাল ট্যাগ, ইউজার ম্যানুয়াল, ওয়ারেন্টি কার্ড এবং সাথে দেয়া সকল এক্সেসরিজ থাকতে হবে।
- পণ্যটি অবশ্যই সাথে দেয়া সাপ্লায়ারের অরিজিনাল প্যাকেট বা বক্সে সতর্কতার সাথে ভরে রিটার্ন করতে হবে। আর পণ্যটি যদি craftifly.com এর প্যাকেট কিংবা বক্সে ভরে ডেলিভারি দেয়া হয়ে থাকে সেই ক্ষেত্রে সেইম প্যাকেট বা বক্সে ভরে শিপিং লেভেল সহ পণ্যটি রিটার্ন করতে হবে।